Touch of Greenery in the Bricks | ইট-পাথরে সবুজ সমারোহের ছোঁয়া! – By Ahsan Kabir

Touch of Greenery in the Bricks - TreeNatur

ছাদবাগান করার শখ অনেক আগে থেকেই! কিন্তু ভালো জায়গার অভাবে শখ পূরণ করতে পারছিলাম না! ছাদে অল্প যতটুকু জায়গা পেয়েছি সেখানেই গোলাপ, বেলি, লেবু এসব গাছ রেখে একটু ছাদবাগানের আনন্দ নেয়ার চেষ্টা করতাম। তবে প্রকৃত আনন্দ নেয়ার সুযোগ হয় ২০২২ সালে যখন নতুন বাসায় উঠলাম তখন। নতুন বাসায় ছাদে বাগান করার মতো পর্যাপ্ত জায়গা আছে।

তাই শৌখিন এই শখ পূরণের আসল চেষ্টা শুরু হলো ঐ বছরের এপ্রিল মাসে। পছন্দের কিছু চারা গাছ, মাটি এবং আনুষঙ্গিক আরো যা যা লাগে সব নিয়ে কাজ শুরু করলাম। প্রাথমিকভাবে আম, পেয়ারা, লেবু, আমড়া, ডালিম এইসমস্ত গাছ দিয়েই জায়গা ঠিকঠাক করে বেশ যত্নসহকারে গাছ লাগিয়ে ফেললাম। একটু একটু করে যত্নে চারাগাছ বড় হয়ে গেলো এবং একসময় ফলও দিতে শুরু করলো।

বাগান আসলে একটা আবেগের জায়গা। বাগানে একটু সময় না দিলে নিজেকে অনেক কিছু থেকে বঞ্চিত মনে হয়। অফিস থাকায় সাধারণত ছুটির দিনেই বাগানে বেশ ভালো সময় কাটাই। অন্য দিনগুলোতে গাছের পরিচর্যার দায়িত্ব থাকে আম্মুর উপর। যখন গাছগুলো দেখি মনে হয় যেন এদের সাথে কথা বলছি। গাছপালাগুলো যেন জানান দিতে থাকে কার কি লাগবে।

বাগান করা অনেক কষ্টসাধ্য কাজ। কারণ গাছে নিয়মিত পানি, কীটনাশক বা ভিটামিন দেয়া, সার প্রয়োগ করা, ডালপালা ছাঁটাই করা এবং আরও নানান কাজ করতে হয় যা বেশ সময়সাপেক্ষ। কিন্তু এত কিছুর পরেও নিজের ছাদবাগানের সবুজের মধ্যে যে আনন্দটা খুঁজে পাওয়া যায় তার তুলনা অন্য কোন কিছুর সাথেই হয়না। এই আনন্দ বাঁধভাঙা উল্লাসে পরিণত হয় যখন গাছে ফুল বা ফল আসে। এই ফুলের সৌন্দর্যই বলি কিংবা ফলের স্বাদই বলি দু’টোই অতুলনীয়। কোন গাছ মারা গেলে আবার কষ্টটাও সীমাহীন!

আমার ছাদবাগান অল্প অল্প করে প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে। বাগানে এখন ৩ প্রজাতির ৪টি লেবু গাছ, থাই সফেদা, বারোমাসি আম, মাধবী পেয়ারা, দেশি পেয়ারা, আমড়া, ডালিম, শাক-সবজি, ২-৩ প্রজাতির ফুল, লেমন গ্রাস, পুদিনা, মরিচ সহ আরও বেশ অনেকগুলো গাছ রয়েছে। পরিচিত নার্সারী কিংবা বৃক্ষমেলা বা আত্নীয় স্বজন সবার কাছ থেকেই নতুন নতুন চারা সংগ্রহের তাগিদেই থাকি সবসময়।

ছাদবাগানের পাশাপাশি বারান্দা বাগানও করছি এখন টুকটাক! মজার ব্যাপার হচ্ছে এখন অনলাইনে নার্সারিগুলো বেশ জমে উঠেছে! তাই গাছ বা প্রয়োজনীয় যেকোন জিনিস সংগ্রহ করা যে কারো জন্যই সহজসাধ্য। অনলাইনে একটু ঘুরাঘুরি করে রিজনেবল প্রাইসে বাগানের জন্য যেকোন কিছু সংগ্রহ করতে পারাটা আরেক মজার বিষয়!

আমি মনে করি ছাদবাগান করা শুধু সময়সাপেক্ষ কাজই নয় এটা ক্রিয়েটিভও বটে। ইট পাথরের যান্ত্রিক জীবনে একটু প্রকৃতির আনন্দ নেয়া আর নিজের এবং পরিবারের সুন্দর সময় কাটানোর জন্য এই ক্রিয়েটিভিটির চর্চা সবারই কমবেশি করা উচিৎ!

  • আহসান কবির (Banker & Gardener)
গ্রীষ্মকালীন সময়ে বাগানের কিভাবে পরিচর্যা নিতে হয় পড়তে এখানে ক্লিক করুন।

Leave a Comment

Shopping Cart
Scroll to Top